মূল পাতা মুসলিম বিশ্ব গাজ্জা পুনর্গঠনে সময় লাগবে ৪০ বছর; প্রয়োজন ৮০ বিলিয়ন ডলারের বেশি
            
            মুসলিম বিশ্ব ডেস্ক 18 January, 2025 08:16 PM
টানা ১৫ মাস ধরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজ্জার বাড়িঘর ও অবকাঠামো পুনর্নির্মাণে ৪০ বছর সময় লাগতে পারে। সেই সঙ্গে এসব পুনর্নির্মাণে ব্যয় হতে পারে ৮০ বিলিয়ন ডলারের বেশি।
শুক্রবার (১৭ জানুয়ারি) ত্রাণ সংস্থাগুলো এমনটাই জানিয়েছে।
আরব নিউজের প্রতিবেদন বলছে, এই যুদ্ধ গাজ্জাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। বড় বড় রাস্তা উপড়ে গেছে। গুরুত্বপূর্ণ পানি ও বিদ্যুতের অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশির ভাগ হাসপাতাল এখন অকেজো। তবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ কেবল তখনই জানা যাবে, যখন রোববার যুদ্ধবিরতি কার্যকর হবে এবং পরিদর্শকরা সেখানে ঢুকে সার্ভে করতে পাববেন।
স্যাটেলাইট তথ্য ব্যবহার করে জাতিসংঘ অনুমান করেছে, গাজ্জার ৭০ শতাংশ কাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে ২ লাখ ৪৫ হাজারেরও বেশি বাড়িঘর।
কিছু পুনর্নির্মাণ করার আগে, ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে। যুদ্ধে গাজ্জায় পাঁচ কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে। শতাধিক ট্রাক সার্বক্ষণিক কাজ করলে এটি পরিষ্কার করতে ১৫ বছর সময় লাগবে।
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের নেতৃত্বে ত্রাণ সরবরাহকারীদের একটি আন্তর্জাতিক জোট শেল্টার ক্লাস্টার জানিয়েছে, গাজ্জায় সহায়তার প্রথম লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য খাত। সেখানে ৮০ শতাংশেরও বেশি স্বাস্থ্য সুবিধা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।